ইসলামিক বানী, উক্তি, ক্যাপশন ও কবিতা। এই বানী, উক্তি, ক্যাপশন ও কবিতাগুলো ইসলামের মৌলিক শিক্ষা ও আদর্শের প্রতিফলন ঘটায়। এগুলো আমাদেরকে আল্লাহর প্রতি আনুগত্য ও অনুসরণ, ইসলামের শিক্ষা ও আদর্শ অনুশীলন, এবং আল্লাহর রহমত ও করুণার আশা করার জন্য অনুপ্রাণিত করে।
ইসলামিক বানী
> ঝগড়া চরমে পৌঁছার আগেই ক্ষান্ত হও ।
— হযরত সুলাইমান (আ:)
> সৎ লোক সবার বিপদে পড়লে আবার উঠে কিন্তু অসৎ লোক বিপদে পড়লে একবারে নিপাত যায় ।
— হযরত সুলাইমান (আঃ)
> সব দুঃখের মূল এই দুনিয়ার প্রতি অত্যাধিক আকর্ষণ ।
— হযরত আলী (রাঃ)
> বিদ্বানের কলমের কালি শহীদের রক্তের চেয়েও পবিত্র ।
— আল হাদিস
> দুনিয়াতে পরিচিত হওয়াই প্রকৃত খ্যাতি নয়। আসল খ্যাতি হলো আসমানে পরিচিতি পাওয়া।
— বইঃ নবীজির সাথে
ইসলামিক ক্যাপশন
> নিচু লোকের প্রধান হাতিয়ার হচ্ছে অশ্লীল বাক্য ।
— হযরত আলী (রাঃ)
> যে নিজের মর্যাদা বোঝে না অন্যেও তার মর্যাদা দেয় না ।
— হযরত আলী (রাঃ)
> পাঁচটি ঘটনার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্যবান মনে করবেঃ তোমার বৃদ্ধ বয়সের পূর্বে তোমার যৌবনকে, ব্যাধির পূর্বে স্বাস্থ্যকে , দরিদ্রতার পূর্বে স্বচ্ছতাকে , কর্মব্যস্ততার পূর্বে অবসরকে এবং মৃত্যুর পূর্বে জীবনকে ।
— আল-হাদিস
নিম্নে দেখুনঃ অনুপ্রেরণামূলক উক্তি, স্ট্যাটাস, বানী, ক্যাপশন ও কবিতা
> অভ্যাসকে জয় করাই পরম বিজয় ।
— হযরত আলী (রাঃ)
ইসলামিক উক্তি
> আল্লাহর ভয় মানুষকে সকল ভয় হতে মুক্তি দেয় ।
— ইবনে সিনা
> অসৎ লোক কাউকে সৎ মনে করে না, সকলকেই সে নিজের মত ভাবে ।
— হযরত আলী (রাঃ)
> পুণ্য অর্জন অপেক্ষা পাপ বর্জন করা শ্রেষ্ঠতর ।
— হযরত আলী (রাঃ)
> সে ব্যক্তি মুমিন নয়, যে নিজে তৃপ্তি সহকারে আহার করে অথচ তার প্রতিবেশী অনাহারে থাকে ।
— হযরত মুহাম্মদ (সাঃ)
> আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় পাই, তারপর সেই মানুষকে ভয় পাই যে আল্লাহকে মোটেই ভয় পায় না ।
— শেখ সাদী (রঃ)
ইসলামিক কবিতা
ফররুখ আহমদ
কবিতা: হে নবী
হে নবী, তুমিই আমাদের মহান নবী,
তুমিই আমাদের পথপ্রদর্শক,
তুমিই আমাদের আলোকবর্তিকা,
তুমিই আমাদের মুক্তির দিশারী।
তুমিই আমাদের প্রভুর প্রেরিত দূত,
তুমিই আমাদের পবিত্র কোরআনের বাহক,
তুমিই আমাদের আদর্শ ও অনুসরণীয় ব্যক্তিত্ব।
হে নবী, তোমার প্রতি আমাদের অগাধ ভালোবাসা,
তোমার প্রতি আমাদের গভীর শ্রদ্ধা,
তোমার প্রতি আমাদের পূর্ণ আনুগত্য।
আমরা তোমার আদর্শে চলতে চাই,
আমরা তোমার পথ অনুসরণ করতে চাই,
আমরা তোমার দেখানো পথেই চলতে চাই।
কবি: গোলাম মোস্তফা
কবিতা: হে আল্লাহ, তুমিই আমাদের একমাত্র আশা
হে আল্লাহ, তুমিই আমাদের একমাত্র আশা,
তুমিই আমাদের একমাত্র প্রভু,
তুমিই আমাদের একমাত্র আশ্রয়স্থল।
আমরা তোমার কাছেই সাহায্য চাই,
আমরা তোমার কাছেই রহমত চাই,
আমরা তোমার কাছেই জান্নাত চাই।
হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার পথে পরিচালিত কর,
আমাদেরকে তোমার রহমতের ছায়ায় রাখ,
আমাদেরকে তোমার জান্নাতে দাখিল কর।
আমরা তোমার শোকর আদায় করি,
আমরা তোমার প্রশংসা করি,
আমরা তোমার ইবাদাত করি।
হে আল্লাহ, তুমি আমাদেরকে তোমার রহমতের ছায়ায় রাখ,
আমাদেরকে তোমার জান্নাতে দাখিল কর।