ই-পাসপোর্ট আবেদন করার সহজ নিয়ম ২০২২

ই-পাসপোর্ট আবেদন করার সহজ নিয়ম ২০২২

 

 ইলেকট্রনিক পাসপোর্ট অর্থাৎ সংক্ষেপে যাকে ই-পাসপোর্ট বলা হয়। ই-পাসপোর্ট হলো একটি বায়োমেট্রিক পাসপোর্ট যাতে একটি এমবেডেড ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর চিপ রয়েছে। ইলেকট্রনিক মাইক্রোপ্রসেসর এর মধ্যে রয়েছে বায়োমেট্রিক তথ্য যা পাসপোর্টধারীর পরিচয় প্রমাণের জন্য ব্যবহার করা  হয়। 

 

বর্তমানে ই-পাসপোর্ট যেসকল বায়োমেট্রিক গ্রহণ করা হয় তা হল- ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও  আইরিশ। এপর্যন্ত ১২০ টি দেশে ই-পাসপোর্ট প্রবর্তন করা হয়েছে। 

 

ই পাসপোর্ট অনলাইনে আবেদন করার নিয়মঃ ই পাসপোর্ট করতে হলে সর্বপ্রথম তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিশিয়াল ওয়েবসাইটে যেতে লিংকে ক্লিক করুন। 

অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর Directly to online applicationঅপশনে ক্লিক করতে হবে। 

 

প্রথম ধাপে,

  • বর্তমান ঠিকানা জেলা শহরের নাম ও থানার নাম নির্বাচন করে ক্লিক করতে হবে ।
  • ব্যক্তিগত তথ্য সম্বলিত ই পাসপোর্ট এর মূল ফরমটি পূরণ করে সাবমিট করতে হবে।
  •  মেয়াদ ও পাসপোর্ট এর পৃষ্ঠা সংখ্যা অনুযায়ী ফি জমা দিতে হবে। এক্ষেত্রে যেকোনো ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড দিয়ে অনলাইনে পেমেন্ট করা যাবে। 
  • পেমেন্ট করার পর সেই জমা স্লিপ এর নম্বর দিতে হবে এবং তারপর  ফাইল সাবমিট করতে হবে। 
  • তারপর তথ্যগুলো পাসপোর্ট অফিসের কার্যালয় সার্ভারের চলে যাবে এবং পরবর্তী ধাপে জাতীয় পরিচয় পত্র সহ প্রয়োজনীয় ডকুমেন্টস নিয়ে বায়োমেট্রিক তথ্য প্রদানের জন্য পাসপোর্ট অফিসে যেতে হবে। 

 

শেষ ধাপে ই-পাসপোর্ট প্রস্তুত এরপর আবেদনকারীকে জানানো হবে। 

 

ই পাসপোর্ট করতে খরচ যা লাগবে 

 

ই-পাসপোর্ট তৈরি করার জন্য বাংলাদেশের নাগরিকদের জন্য ফি ভিন্ন রকম। তার কারন এটি নির্ভর করে ক্যাটাগরির উপর। আপনি কোন ধরনের পাসপোর্ট চাচ্ছেন কত তাড়াতাড়ি যাচ্ছেন সেটার  ওপর।  যেমনঃ 

 

৪৮পৃষ্ঠার পাসপোর্ট এর জন্য খরচঃ

৫ বছর মেয়াদী, 

  • সাধারণ ফি ৩৫০০ টাকা
  • জরুরী  ফি ৫৫০০ টাকা 
  •  অতি জরুরী ফি ৭৫০০ টাকা 

১০ বছর মেয়াদী 

  • সাধারন ফি ৫০০০ টাকা 
  •  জরুরী ফি ৭০০০ টাকা 
  • অতিব জরুরী ফি ৯০০০ টাকা 

 

৬৪পৃষ্ঠার পাসপোর্ট এর জন্য খরচঃ

৫বছর মেয়াদী 

  • সাধারণ ফি ৫৫০০ টাকা 
  • জরুরী ফি ৭৫০০ টাকা 
  • অতিব জরুরী ফি ১০৫০০ টাকা 

১০ বছর মেয়াদী 

  •  সাধারণ ফি ৭০০০ টাকা 
  • জরুরী ফি ৯০০০ টাকা
  •  অতিব জরুরী ফি ১২০০০ টাকা।

তবে  সব ফির সাথে ১৫শতাংশ ভ্যাট সংযুক্ত হবে। 

 

শেষ কথাঃ প্রিয় পাঠক, আশাকরি সকলেই বুঝতে পেরেছেন। ই পাসপোর্ট আবেদন করার বিষয়টা আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি সবার উপকারে  আসবে। তারপরো যদি কোন সমস্যা থেকে থাকে তাহলে আমাদের জানাতে ভুলবেন না।