সকল সিমের নাম্বার, এমবি ও মিনিট চেক করার নিয়ম -২০২২ 

 সকল সিমের নাম্বার, এমবি ও মিনিট চেক করার নিয়ম -২০২২ 

 

প্রিয় পাঠক, আশা করি সবাই ভাল আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে শুরু করছি আজকের পোস্ট। আজকে আপনাদের সামনে হাজির হয়েছি কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরার জন্য। আমরা মোটামুটি সকলেই স্মার্ট ফোন ব্যবহার করি। আর ফোন ব্যবহার করার জন্য সকলের প্রয়োজন হয় সিম কার্ডের।অনেকে আছে যারা সিমের নাম্বার মনে রাখতে পারে না অথবা কিভাবে এমবি চেক করতে হয় সেটা জানে না।

 আজকে আমরা কিভাবে সিমের নাম্বার এমবি ও মিনিট চেক করতে হয় সে সম্পর্কে বিস্তারিত জানব। আশা করি পোস্টটি সবার জন্য উপকৃত হবে।  এসব তথ্য জানার জন্য পোস্টটি মনোযোগ সহকারে পড়তে হবে।  

 

গ্রামীন সিমের নাম্বার, এমবি ও মিনিট চেক করার কোড 

 

  • নাম্বার চেক করার কোডঃ *২# (ডায়াল করলেই আপনি নাম্বার  দেখতে পারবেন)
  • এম বি চেক করার কোডঃ *৫৬৬*১০#
  • মিনিট চেক করার কোডঃ *৫৬৬*২০# অথবা *১২১*১*২# ডায়াল করলে আপনি মিনিট ও এমবি দুটোই দেখতে পারবেন ।

  

এছাড়াও গ্রামীন সিমের অন্যান্য আরো প্যাকেজ আছে তার মধ্যে হল এসএমএস প্যাক। এটা দেখার জন্য*৫৬৬*২# ডায়াল করুন।  আর কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করার জন্য ১২১ ডায়াল করুন।

 

বাংলালিংক সিমের নাম্বার, এমবি ও মিনিট চেক করার কোড 

 

  • নাম্বার চেক করার কোডঃ *৫১১#
  • এমবি চেক করার কোডঃ  *১২৪*৫# অথবা *৫০০০*৫০০
  • মিনিট চেক করার কোডঃ *১২৪*২ 

এছাড়াও ইমারজেন্সি ব্যালেন্স নিতে ডায়াল করুন *৮৭৪#  এবং কাস্টমার কেয়ারের সাথে কথা বলতে ১২১ ডায়াল করুন। 

 

রবি সিমের নাম্বার, এমবি ও মিনিট চেক করার কোড 

  • নাম্বার চেক করার কোডঃ  *১৪০*২*৪#
  •  এমবি চেক করার কোডঃ  *৮৪৪৪*৮৮#
  •  মিনিট চেক করার কোডঃ  *২২২*৩#

এছাড়াও এসএমএস প্যাক চেক করতে ডায়াল করুন * ২২২*১৩#  এবং কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করার জন্য ১২৩ ডায়াল করুন। 

এয়ারটেল সিমের নাম্বার, এমবি ও মিনিট চেক করার কোড 

  • নাম্বার চেক করার কোডঃ *১২১*৭*৩#
  •  এমবি চেক করার কোডঃ  *৮৪৪৪*৮৮#  অথবা *৭৭৮*৩৬#
  •  মিনিট চেক করার কোডঃ *৭৭৮*৫#

কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করার জন্য ৭৮৬  ডায়াল করুন। 

টেলিটক সিমের নাম্বার, এমবি ও মিনিট চেক করার কোড 

  • নাম্বার চেক করার কোডঃ  *৫৫১#
  •  এমবি চেক করার কোডঃ  মেসেজ অপশনে u লিখে পাঠিয়ে দিন ১১১ 

এছাড়াও কাস্টমার কেয়ারের সাথে যোগাযোগ করার জন্য ডায়াল করুন ১২১ ।  

 

শেষ কথাঃ আশা করি পোস্টটি পড়ে সকলে উপকৃত হয়েছেন। আমি খুব সহজভাবে সব সিমের নাম্বার এমবি ও মিনিট চেক করার নিয়মাবলী উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি বুঝতে পেরেছেন ।