বাংলাদেশ বিমান টিকিট চেক করার নিয়ম

বাংলাদেশ বিমান টিকিট চেক করার নিয়ম
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশের পতাকাবাহী একটি বিমান। এর যাত্রা শুরু হয়েছিল প্রায় ৪৭ বছর আগে।মোটামুটি কমবেশি যারা বিমানে ভ্রমণ করে থাকেন, তাদের জন্য একটা বিড়ম্বনার কাজ হয়ে দাঁড়িয়ে পড়ে বিমানের টিকেট চেক। কারণ অনেক সময় ফ্লাইট এর তারিখ সময় পরিবর্তন হয়।এতে করে যাত্রীদের অনেক হয়রানি হতে হয়। আর এসব হয়রানি কমাতে আপনি ঘরে বসেই অনলাইনে বিমানের টিকেট চেক করে নিতে পারেন।
কিভাবে আপনি বাংলাদেশ বিমানের টিকেট চেক করবেন।আপনি কিভাবে বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট কনফার্ম করবেন? সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের পোস্টে। পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন।
অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট চেক
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল ধরনের তথ্য পেতে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখান থেকে যাত্রীরা তাদের প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন। সব ধরনের তথ্য জানার পর আপনি আপনার কাঙ্খিত টিকিটটি অনলাইনে বুকিং করে নিতে পারেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কনফার্ম করতে এই লিঙ্কে প্রবেশ করুনঃ
https://www.biman-airlines.com/
তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করার পর আপনি ফ্লাইট ইনফো অপশনটি পাবেন। সেই অপশনটিতে যাওয়ার পর আপনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সকল সিডিউল দেখতে পারবেন। শেষ দেখার পর আপনি যেদিন ভ্রমণ করতে চান সেই হিসেবে টিকিট কনফার্ম করতে পারেন।
আমাদের দেওয়া লিংকে প্রবেশ করার পর আপনাকে ৩ টি কাজ করতে হবে।
- PNR/Vendor Locator(পিএনআর / ভেন্ডর লোকেটার )
- Name(নাম)
- Email(ইমেইল)
এই সব তথ্য গুলো সঠিকভাবে দেওয়ার পর আপগ্রেড অপশনে ক্লিক করুন।আপগ্রেড অপশনে ক্লিক করার পর টিকেট ক্রয়ের পরবর্তী ধাপে চলে যাবেন। তারপর আপনার টিকিটের বিস্তারিত তথ্য দেখতে পাবেন। এভাবেই আপনি খুব সহজে ঘরে বসে অনলাইনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকেট চেক করে নিতে পারেন।
এছাড়াও আপনি যদি চান বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কল সেন্টারে সরাসরি যোগাযোগ করে আপনার টিকিট এর বিস্তারিত জানতে পারেন।
কল সেন্টার নাম্বারঃ +8801990997997
+8801777715566
+8801777715620
প্রিয় পাঠক, আশা করি আপনি আপনার প্রয়োজনীয় তথ্য পেয়ে গেছেন।বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট চেক করা বিষয়টা আমি অনেক সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশাকরি সকলেই বুঝতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন।আমার সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।