etihad-airways-ticket-check

ইতিহাদ এয়ারওয়েজ টিকেট চেক করার নিয়ম 

 

ইতিহাদ এয়ারওয়েজ টিকিট চেক করার নিয়ম  ও লিংকঃইতিহাদ এয়ারওয়েজ সংযুক্ত আরব আমিরাত এর জাতীয় বিমান পরিবহন সংস্থা। যুক্ত আরব আমিরাত সরকার আবুধাবি ভিত্তিক এ সংস্থাটি প্রতিষ্ঠা করে ২০০৩ সালের জুলাই মাসে।বাংলাদেশসহ মধ্যপ্রাচ্যের অনেক মানুষ এই এয়ারওয়েজে ভ্রমণ করে থাকেন। আরে ভ্রমণ পিপাসু মানুষদের সুবিধার্থে ইতিহাদ এয়ারওয়েজ অনেক ধরনের কর্মসূচি পালন করে থাকে। যারা ইতিহাদ এয়ারওয়েজ টিকিট কেটে ভ্রমণ করতে চান, তারা কিভাবে টিকেট কাটবেন এবং চেক করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের পোস্টে। পোস্টটি মনোযোগ সহকারে পড়ুন। 

 

ইতিহাদ এয়ারওয়েজের টিকেট চেক করার নিয়ম

ইতিহাদ এয়ারওয়েজের সদরদপ্তর আবুধাবিতে অবস্থিত। বর্তমানে তাদের বহরে ৮৫ টি বিমান রয়েছে এবং এবং এই সংস্থাটি ৩২১ ডেসটি নেশনে  ফ্লাইট পরিচালনা করছে।যারা ইতিহাদ এয়ারওয়েজ টিকিট কেটে ভ্রমণ করতে চান এবং সেই আপনার মূল্যবান টিকিটটি চেক করতে চান ।সে সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন আমাদের আজকের পোস্টে। 

 

ইতিহাদ এয়ারওয়েজের টিকিট চেক করার  নিয়ম ও লিংকঃ 

আপনারা যারা ইতিহাদ এয়ারওয়েজ টিকিট বুকিং করে থাকেন, তাদের জন্য টিকিট চেক করা অত্যন্ত জরুরী। কারণ অনেক সময় বিভিন্ন কারণে ফ্লাইট এর সময় অথবা তারিখ পরিবর্তন  হয়ে থাকে। যার জন্য যাত্রীদের অনেক সময় বাড়তি ভোগান্তি পোহাতে হয়। আর এই বাড়তি  ভোগান্তি কমাতে কিভাবে আপনি ঘরে বসে আপনার মূল্যবান টিকিট চেক করতে পারেন সে সম্পর্কে জানতে হলে নিচে দেওয়া দিক নির্দেশনা গুলো ভালোভাবে লক্ষ্য করুন।

 

যেভাবে চেক করবেনঃ  

 

যারা ইতিহাদ এয়ারওয়েজ টিকেট কেটেছেন এবং ফিরতি টিকিট কাটতে চাচ্ছেন তারা আমাদের দেওয়া লিংকে প্রবেশ করে আপনার সেই মূল্যবান কাঙ্ক্ষিত টিকিট কনফার্ম করে নিতে পারেন। নিচের দেওয়া তথ্যগুলো মনোযোগ সহকারে পড়ুন। 

 

                                          Ticket Check 

 

 টিকিট কাটার জন্য প্রথমেই ইতিহাদ এয়ারওয়েজের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আর তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে Ticket Check লেখাটিতে ক্লিক করুন আর নিচের দেওয়া তথ্যগুলো সঠিকভাবে দিন।

 

  •  মেনুবার থেকে Manage অপশন টি ক্লিক করুন।
  • তারপর View or change Booking ক্লিক করুন।
  •  তারপর আপনার Booking reference or ticket number দিন।সেখানে আপনার পিএনআর/ ইমেইল থাকা ১৩ ডিজিটের নম্বর দিন। 
  • আপনার নামের শেষ অংশ নির্ধারিত স্থানে বসান।
  • তারপর View/print itinerary ক্লিক করুন।
  • সবকিছু ঠিকঠাক থাকলে Find My Booking বাটনে ক্লিক করুন।তারপর আপনার আপনি টিকিটের সমস্ত ইনফরমেশন দেখতে পাবেন।

 

ঘরে বসে আপনি যেভাবে ইতিহাদ এয়ারওয়েজের টিকিট চেক করতে পারেন:

 

আপনারা যারা ঘরে বসে ইতিহাদ এয়ারওয়েজের টিকিট চেক করতে চাচ্ছেন, তারা অতি সহজেই আপনাদের স্মার্ট ফোন দিয়ে আমাদের দেওয়া লিঙ্ক দিয়ে চেক করে নিতে পারেন। সে সম্পর্কে উপরে বিস্তারিত তথ্য দেওয়া আছে। আপনি চাইলে খুব সহজেই সেই দিক নির্দেশনা গুলো ফলো করে আপনার মূল্যবান টিকিটটি চেক করে নিতে পারেন। 

 

শেষ কথাঃ ইতিহাদ এয়ারওয়েজের টিকিট চেক করার নিয়মটা আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। যদি কারো কোন কিছু বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আশা করি উপরে দেওয়া তথ্য থেকে আপনি আপনার সমস্ত তথ্য পেয়ে  গেছেন। পোস্টটি ভাল লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। সাথে থাকার জন্য অনেক  ধন্যবাদ।