qatar-airways-ticket-check

কাতার এয়ারওয়েজ এর টিকেট চেক করার নিয়ম 

 

কাতার এয়ারওয়েজ এর টিকিট চেক করার সহজ নিয়মঃ কাতার এয়ারওয়েজ ,কাতারের রাষ্ট্রমালিকানাধীন একটি পতাকাবাহী বিমান। এর সদর দপ্তর কাতারের দোহায় অবস্থিত। এটি মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে সেবা প্রদান করে থাকে, তা আমরা মোটামুটি সবাই জানি।  এরবহরে প্রায় দুই শতাধিক বিমান রয়েছে যাত্রীদের সেবা দিয়ে থাকে।  কাতার এয়ারওয়েজের গ্রুপে প্রায় ৪৩ হাজার কর্মকর্তা কর্মচারী রয়েছে। 

 

আপনারা যারা মোটামুটি মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন স্থানে ভ্রমণ করে থাকেন তাদের জন্য কাতার এয়ারওয়েজ একটি পরিচিত নাম।  আজকে আমরা কাতার এয়ারওয়েজের টিকেট কিভাবে চেক করতে হয় এবং ঘরে বসে আপনি কিভাবে অনলাইনে চেক করতে পারেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো আজকের পোস্ট। তাই মনোযোগ সহকারে পোস্টটি পড়ুন।  আশা করি উপকারে আসবে।  

 

কাতার এয়ারওয়েজ টিকেট চেক করার নিয়মঃ

আপনারা যারা কাতার এয়ারওয়েজ টিকেট কেটে ভ্রমণ করতে চান, অনেক সময়  তাদের বিড়ম্বনার কারণ হয়ে থাকে টিকিট চেক করা। কাতার এয়ারওয়েজের টিকিট চেক করা খুবই সহজ। মাত্র কয়েকটি সহজ ধাপ অবলম্বন করলেই আপনি আপনার কাঙ্খিত মূল্যবান টিকিট চেক করতে পারবেন। অনেক সময় বিভিন্ন কারণে ফ্লাইট এর সময় বা তারিখ পরিবর্তন হয়। তাই আপনি টিকিট চেক না করে ভ্রমণ তাহলে বাড়তি ভোগান্তি পোহাতে হবে। আর ভোগান্তি পোহাতে যাতে না হয়, তার জন্য ঘরে বসে কিভাবে অনলাইনে টিকেট  চেক করবেন তার দিকনির্দেশনা নিচে দেওয়া হবে। ধৈর্য সহকারে নিচের দিক নির্দেশনা গুলো ভালোভাবে লক্ষ্য করুন। 

 

কাতার এয়ারওয়েজ এর টিকিট চেক করার পদ্ধতি ও লিংকঃ 

যারা কাতার এয়ারওয়েজ টিকেট বুকিং দিয়েছেন এবং রিটার্ন টিকেট কেটেছেন তাদের জন্য আজকের এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যদি সঠিক তথ্য না পান তাহলে আপনাকে বাড়তি ভোগান্তি পোহাতে হবে।যারা রিটার্ন টিকেট কেটেছেন তাদের জন্য টিকেট চেকিং স্ট্যাটাস অনেক গুরুত্বপূর্ণ। এখন আপনি চাইলে ঘরে বসেই কাতার এয়ারওয়েজের টিকেট চেক করে নিতে পারেন। আর এ সম্পর্কে বিস্তারিত রয়েছে আমাদের পোস্টে।  

 

কাতার এয়ারওয়েজ টিকেট স্ট্যাটাস চেক লিংকঃ

 

আপনারা যারা কাতারে রয়েছে ভ্রমণ করেন তাদের টিকিট চেক করার সঠিক দিকনির্দেশনা রয়েছে এই অংশে। আমাদের দেয়া দিকনির্দেশনা গুলো ভালভাবে লক্ষ করুন এবং তা সঠিকভাবে দিয়ে আপনি আপনার কাংখিত মূল্যবান টিকিট চেক করে নিন। টিকিট চেক করার জন্য প্রথমত তাদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে  হবে। তাদের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে Ticket Check লেখাটিতে ক্লিক করুন।

 

                                          Ticket Check   

 

লিংকে ক্লিক করার পর যা করবেনঃ

 

  •  মেনুবার থেকে My Trips বাটনে ক্লিক করুন।
  •   তারপর Booking Reference অথবা PNR নাম্বার দিন।
  • Last Name অর্থাৎ নামের শেষ অংশ ভালোভাবে বসান।  
  • সব তথ্য সঠিক দিয়ে থাকলে, Retreve Booking বাটনে ক্লিক করুন।তাহলে আপনি আপনার টিকিট এর বিস্তারিত তথ্য পেয়ে যাবেন।
  •  আপনি চাইলে সেটা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করতে ডান পাশে Print Trip Summary  বাটনে ক্লিক করুন। 

 

ঘরে বসে অনলাইনে টিকিট চেক করার পদ্ধতি-  

 

আপনি চাইলে খুব সহজেই ঘরে বসে নিজের স্মার্টফোন অথবা ল্যাপটপ দিয়ে কাতার এয়ারওয়েজের টিকিট চেক করে নিতে পারেন। আর কি ঘরে বসে আপনি কাতার এয়ারওয়েজের টিকেট চেক করবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে উপরে। কাতার এয়ারওয়েজ এর টিকিট চেক করা বা অন্য কোনো ধরণের সমস্যা হলে তাদের সাথে কল সেন্টারে যোগাযোগ করতে পারেন। যোগাযোগ নম্বরঃ +৮৮ ০৯৬ ১০ ৮০০ ৮০০

শেষ কথাঃ কাতার এয়ারওয়েজ এর টিকিট চেক করা বিষয়টা আমি খুব সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোন কিছু বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ  করুন। সকলকে সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ ।