সৌদি এয়ারলাইন্স টিকিট চেক করার নিয়ম 

সৌদি এয়ারলাইন্স টিকিট চেক করার নিয়ম 

 

সৌদি এয়ারলাইন্স টিকেট চেক করার নিয়মঃ সৌদি এয়ারলাইন্স বিমান সৌদি আরবের একটি পতাকাবাহী বিমান। এর সদর দপ্তর জেদ্দায় অবস্থিত। বিমান সংস্থাটির প্রধান অপারেশনাল বেস জেদ্দার বাদশা আব্দুল আজিজ বিমানবন্দরে অবস্থিত।আয়ের দিক থেকে এই  এয়ারলাইনস টি মধ্যপ্রাচ্যের তৃতীয় বৃহত্তম।  এই এয়ারলাইনস টি মধ্যপ্রাচ্য, আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং উত্তর আমেরিকার অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সময়সূচি অনুযায়ী ৮৫টি  গন্তব্যস্থলে ফ্লাইট পরিচালিত করে। 

 

আপনি যদি সৌদি এয়ারলাইন্সে ভ্রমণ করে থাকেন তাহলে টিকিট চেক করা জানাটা  খুবই দরকারী। কারণ অনেক সময় ফ্লাইট এর তারিখ বা সময় পরিবর্তন হয়। সে ক্ষেত্রে আপনি যদি টিকেট চেক করতে না পারেন তাহলে আপনাকে বাড়তি ভোগান্তি পোহাতে  হবে। তাই বিষয়টা জানা খুবই প্রয়োজন।  আজকে আমরা এই পোস্টের মাধ্যমে কিভাবে টিকিট চেক করা যায় সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরবো। আশা করি উপকৃত হবেন।

 

যেভাবে চেক করবেনঃ 

 

সৌদি এয়ারলাইন্সের টিকেট চেক করতে হলে আপনাকে প্রথমে সৌদি এয়ারলাইন্সের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। ওয়েবসাইটে যেতে লিংকে ক্লিক করুন।  

https://www.saudia.com/

 টিকিট চেক করার নিয়ম ও লিংকঃ

 

আপনি চাইলে আপনার স্মার্টফোন অথবা কম্পিউটারের মাধ্যমে লিংকে ঢুকে টিকেট চেক করে নিতে পারেন। যেভাবে টিকিট চেক করবেন সে ধাপগুলি ভালোভাবে খেয়াল করুনঃ

 

(PNR)দিয়ে চেক করার নিয়মঃ 

 

  • ওয়েবসাইটে ঢুকে মেনুবার থেকে “MANAGE BOOKINGS”বাটনে ক্লিক  করুন।
  • তারপর “Booking Reference” অপশন টি ক্লিক করুন।
  • “Booking Reference” এর জায়গায় পিএনআর(PNR)  নম্বর দিন।
  • Last Name এর জায়গায় আপনার নামের শেষ অংশ দিন।
  • “Retrieve My Booking”বাটনে ক্লিক করে নিন।  

 

টিকেট নম্বর দিয়ে চেক করার নিয়মঃ

      

  • E-Ticket অপশনটিতে ক্লিক করুন।
  • E-Ticket number এ আপনার টিকিট নম্বর দিন।
  • Last Name জায়গায় আপনার নামের শেষের অংশ দিন।
  • “Retrieve My Booking” বাটনে ক্লিক করুন। 

 

উপরে সকল নিয়ম অনুযায়ী আপনি যদি সঠিক তথ্য দিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আপনার সে কাঙ্ক্ষিত টিকিট ভালোভাবে চেক করে নিতে পারবেন। 

 

শেষ কথাঃ সৌদি এয়ারলাইন্সের টিকেট চেক করার পদ্ধতিটা আমি খুব সহজভাবে উপস্থাপন করেছি। আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং উপকৃত হয়েছেন। যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।