শিক্ষামূলক ক্যাপশন, বানী, উক্তি, স্ট্যাটাস ও কবিতা

শিক্ষামূলক ক্যাপশন, বানী, উক্তি, স্ট্যাটাস ও কবিতা। শিক্ষামূলক বলতে এমন কিছু বোঝায় যা মানুষকে কিছু শিখতে বা জানাতে সাহায্য করে। এটি এমন তথ্য, ধারণা বা জ্ঞান হতে পারে যা মানুষকে তাদের জীবনকে আরও ভালভাবে বুঝতে বা তাদের চারপাশের বিশ্বকে আরও ভালভাবে বোঝতে সাহায্য করে।

শিক্ষামূলক ক্যাপশন

> হতাশা এবং চেষ্টা না করা মানুষের সবচেয়ে বড় বদ অভ্যাস। এইগুলোকে একবার ত্যাগ করতে পারলেই জ্ঞানের দরজা স্বয়ংক্রিয় ভাবে খুলে যায়।
— সংগৃহীত।

> জীবনে ঠকলে আপনি হয়তো বিশ্বাসটা হারাবেন কিন্তু যে শিক্ষা আপনি পাবেন তা অনেক মূল্যবান।
— এপিজে আব্দুল কালাম।

> কোনো কাজের সময় ধৈর্য্য ধারণ করতে শিখুন, এতে সময় হয়তো বেশি লাগবে কিন্তু সফলতা নিশ্চয়ই আসবে।
— ডব্লিউ এস ল্যাণ্ডের।

>  আপনার শত্রুু দমন হলে খুশি হওয়ার কোনো কারণ নেই। বরং শত্রু তৈরির কারণটি দমন হলে আপনি খুশি হতে পারেন।
— ওল পিয়ার্ট।

নিম্নে দেখুনঃ

ইসলামিক বানী, উক্তি, ক্যাপশন ও কবিতা

>  আমরা ভাবি দেশে যত ছেলে পাশ হচ্ছে তত শিক্ষার বিস্তার হচ্ছে। পাশ করা আর শিক্ষিত হওয়া এক বস্তু নয়, এ সত্য স্বীকার করতে আমরা কুন্ঠিত হই।
— প্রমথ চৌধুরী।

শিক্ষামূলক বানী

>  আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞানতাকে আবিষ্কার করি ।
— শেলী।

>  ক্ষমা অন্যকে অসংখ্য বার করতে পারো, তবে নিজেকে একাধিক বার কখনোই না।
— সাইরাস।

> এমন ভাবে বাঁচো যেন কাল তুমি মরবে। এমনভাবে শেখো যেন তুমি সর্বদা বাঁচবে।
— মহাত্মা গান্ধী।

> মনুষ্যত্বের শিক্ষাটাই হইলো সবচেয়ে চরম শিক্ষা আর সমস্তই তার অধীন ।
— রবীন্দ্রনাথ ঠাকুর।

> অনুকরণ নয়, অনুসরণ নয়, নিজেকে খুঁজুন, নিজেকে জানুন, নিজের পথে চলুন।
— ডেল কার্নেগি।

> সময় এমন এক শিক্ষক যে আগে পরীক্ষা নিবে এবং পরে শিক্ষা দিবে।
— মারনাশ মার্গারেট।

শিক্ষামূলক উক্তি

>  শিক্ষার শেকড়ের স্বাদ তেতো হলেও এর ফল সুমিষ্ট।
— এরিস্টটল।

> যে কখনও ভুল করেনা। সে নতুন কিছু করার চেষ্টা করে না।
— অ্যালবার্ট আইনস্টাইন।

> সবাইকে বিশ্বাস করা বিপজ্জনক কিন্তু অবিশ্বাস করা আরো বেশি বিপজ্জনক।
— আব্রাহাম লিংকন।

> শিক্ষা হচ্ছে সবচেয়ে শক্তিশালী অস্ত্র, যে অস্ত্র দ্বারা পৃথিবীকে বদলে ফেলা যায়।
— নেলসন ম্যান্ডেলা।

> তুমি যতটা বড় আর মূল্যবান হতে শুরু করবে ততই সমালোচনা তোমাকে ঘিরে ধরতে শুরু করবে।
— নেলসন ম্যান্ডেলা।

শিক্ষামূলক স্ট্যাটাস

>  যে ব্যাক্তি সময়কে অর্থের সীমানায় বাঁধতে চায়, তার চেয়ে মূর্খ ব্যাক্তি আর দুনিয়ায় নেই।
— সংগৃহীত।

>  বিদ্বান সকল গুণের আধার আর অজ্ঞ হলো সকল দোষের আকর। তাই হাজার মূর্খের চেয়ে একজন বিদ্বান অনেক বেশি কাম্য।
— চাণক্য।

>  শিক্ষা হলো এমন এক প্রক্রিয়া যার মাধ্যমে মানুষের অন্তর্নিহিত শক্তির পরিপূর্ণ বিকাশ ঘটে।
— আব্রাহাম লিংকন।

> আমরা জীবন থেকে শিক্ষা গ্রহন করি না বলে আমাদের শিক্ষা পরিপূর্ণ হয় না। আর সেটাই আমাদের সবচেয়ে বড় ভুল।
— শিলার।

> দুনিয়া টা হলো একটা এমন জায়গা যেখানে আপনি যেমন আচরণ করবেন, ঠিক তেমন আচরণই ফেরত পাবেন।
— সংগৃহীত।

শিক্ষামূলক কবিতা

শিক্ষা

শিক্ষা আলোর দিশা,
জীবনের সাফল্যের চাবিকাঠি,
শিক্ষাই পারে মানুষকে,
অন্ধকার থেকে আলোয় নিয়ে যেতে।

শিক্ষা মানুষকে করে,
জ্ঞানী, বুদ্ধিমান,
শিক্ষা মানুষকে দেয়,
সত্যের দিশা।

শিক্ষা মানুষকে করে,
সুনাগরিক,
শিক্ষা মানুষকে দেয়,
মানবতার শিক্ষা।

শিক্ষা মানুষকে করে,
আত্মনির্ভরশীল,
শিক্ষা মানুষকে দেয়,
জীবনকে সার্থক করার শক্তি।

তাই শিক্ষা গ্রহণ করা,
প্রত্যেক মানুষের কর্তব্য,
শিক্ষা গ্রহণ করে,
মানুষকে গড়ে তুলতে হবে,
সমাজের একজন আদর্শ নাগরিক।

নিম্নে দেখুনঃ

শেষ কথাঃ

এই শিক্ষামূলক ক্যাপশন, বানী, উক্তি, স্ট্যাটাস ও কবিতাগুলো আপনি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার করে অন্যদেরও শিক্ষার গুরুত্ব সম্পর্কে অবগত করতে পারেন।